Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News বড়সড় জঙ্গি হামলা মণিপুরে Colonel, His Family, 3 Soldiers Dead In Ambush By Terrorists In manipur

বড়সড় জঙ্গি হামলা মণিপুরে-এক কম্যান্ডিং অফিসার-সহ ৬ জনের মৃত্যু; হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে #6Killed #AssamRifles #Churachandpur #IndianArmy #TerroristAttack

assam



বড়সড় জঙ্গি হামলা হল মণিপুরে মায়ানমার সীমান্তে। এই ঘটনায় এক কম্যান্ডিং অফিসার-সহ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।


তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই হামলা চালিয়েছে মণিপুরের কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠন।


জানা গিয়েছে, ৪৬ অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী মায়ানমার সীমান্ত থেকে একটি কনভয়ে নিয়ে ফিরছিলেন। সঙ্গে ছিল তাঁর স্ত্রী এবং এক নাবালক পুত্র। ওই কম্যান্ডিং অফিসারের সঙ্গে সেনার অন্যান্য জওয়ান এবং কুইক রেসপন্স টিমের সদস্যরাও ছিলেন। সেসময় আচমকায় হামলা চালায় দুষ্কৃতীরা। মৃত্যু হয় ওই কম্যান্ডিং অফিসার, তাঁর স্ত্রী এবং পুত্রের। সেই সঙ্গে আরও একাধিক সেনা জওয়ান শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে।


এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। যদিও এই ঘটনা সম্পর্কে সেনা সরকারিভাবে এখনও কোনও বিবৃতি দেয়নি। কে বা কারা এই হামলা চালাল; তা এখনও স্পষ্ট নয়। তবে আপাতত সেনা জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করার চেষ্টা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code