18 nov, wb latest news, bangla khobor, political news, Tathagata Roy,  sangbad ekalavya 


tathagata roy



বার বার বিতর্কের মুখে তথাগত রায়। দলে থেকেই বার বার দলের বিরুদ্ধে মুখ খুলতে থাকা প্রবীণ এই রাজনীতিবিদ তথাগত রায় (Tathagata Roy) ফের একবার বিতর্কের মুখে।


গত সোমবার বিজেপির নারী মুখাপেক্ষী হওয়া নিয়ে সরব হয়েছিলেন তিনি। সেই টুইট (Twitter) এ বেশ বিড়ম্বনায় পড়ে বাংলার বিজেপি নেতৃত্ব। প্রকাশ্যে এ বিষয় নিয়ে আলোচনা করতে নিষেধও করা হয় তথাগত রায়কে।


তবে তিনি যে কারো বারণ শোনার অপেক্ষায় নন, সে কথা আজ আবারও প্রমাণ করে দিলেন। আজ এক ট্যুইট বার্তায় লিখেছেন- "বিজেপি-র শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতর করা উচিত। আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে, তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।"


দল ছাড়লে অন্দরের কথা ফাঁস করবেন বলেছিলেন তথাগত রায়। তবে দল না ছেড়েই যেভাবে একের পর এক বক্তব্য শেয়ার করছেন তাতে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে বঙ্গ বিজেপিকে তা বলাই বাহুল্য।