সরকারি ধার্য মূল্যর থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ গ্যাস ডিস্টিবিউটারের বিরুদ্ধে
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: সরকারের নিধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্য নেওয়ায় কুলটির ডিসেরগড় এলাকায় এক ডিলারের দপ্তরে বিক্ষোভ। জানা গেছে আসানসোলের কুলটি থানার ডিশেরগড় এলাকার এক রান্নার গ্যাস ডিস্টিবিউটারের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে সরকারি মূল্য ধার্য দাম থেকে বেশি দাম নেয়ার অভিযোগ ওঠে।
জানা গেছে ঐ গ্যাস ডিস্টিবিউটারের নাম আনন্দ শর্মা তিনি ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটর। তার নামে গ্রাহকদের অভিযোগ যে সরকারি ধার্য করা গ্যাসের দাম ৯৩৯ টাকা ৫০ পয়সা কিন্তু গ্রাহকদের কাছে ৯৫০ টাকা করে নেওয়া হচ্ছে।
তবে অভিযোগ ওঠার পর সংবাদ মাধ্যমকে দেখে অবশেষে ৯৩৯ টাকা ৫০ পয়সা নেন প্রতি গ্যাস সিলিন্ডার থেকে। আর এবিষয়েই গ্রাহকদের বক্তব্য যে তাহলে সরাকারী ধার্য দামের থেকে বেশি নেওয়া হচ্ছে কেন। এই বিষয়ে আনন্দ শর্মা গ্যাস ডিস্টিবিউটার ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দেননি।
যদিও এক সেলস মেন জানান যে এই আনন্দ শর্মা গ্যাস ডিস্টিবিউটার জামুরিয়া থেকে এক ভারত গ্যাস ডিস্টিবিউটারের কাছ থেকে সিলিন্ডার গুলো এনে এলাকায় গ্রাহকদের পরিষেবা দিতো তাই দামটা বেশি নিতো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊