ফের চা বাগান থেকে উদ্ধার হলো ১১ ফিটের অজগর চাঞ্চল্য এলাকায়




জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন :



ফের চা বাগান থেকে উদ্ধার হলো ১১ ফিটের অজগর চাঞ্চল্য এলাকায়।



ফের ডুয়ার্সের চা বাগান থেকে বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হলো।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মেটেলির লাটাগুড়ি বনাঞ্চল সংলগ্ন বড়োদীঘি চা বাগানে।



শনিবার সকালে বাগানের ২৭ নাম্বার সেকশনে শ্রমিকরা কাজ করার সময় ওই অজগরটিকে দেখতে পায়।অজগর টি দেখার পরেই আতঙ্কিত হয়ে পড়ে শ্রমিকরা। অজগর দেখতে মানুষের ভিড় জমে যায়।



পরবর্তীতে খবর দেওয়া হয় ডাবলু ডি আই কিউ আর টি টিমের সদস্য সাহিল মাঝি,রবি মাঝি ও দামু মুর্মু।তারা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়।




অজগরটি সুস্থ থাকায় এদিনই অজগরটিকে বড়োদীঘি বিটের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
চা বাগান থেকে উদ্ধার অজগর

চা বাগান থেকে উদ্ধার অজগর

Posted by Sangbad Ekalavya on Saturday, November 27, 2021