৪৮ ঘন্টায় ৬ জনের ডাকাতদলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল পুলিশ 





ফের সাফল‍্য বর্ধমান থানার পুলিশের ৪৮ঘন্টায় আগ্নেয়াস্ত্র সহ ৬জনের ডাকাতদল গ্ৰেফতার।



আবারও বর্ধমান থানার বড়সড় সাফল‍্য।৪৮ঘন্টায় ৬জনের একটি ডাকাত দলকে গ্ৰেফতার করে বর্ধমান থানার পুলিশ। 



গোপন সুত্রের খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নবাবহাটের গুসকড়া যাবার রাস্তায় শনিবার রাত্রে বর্ধমান থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ দুজন দুষ্কৃতীকে গ্ৰেফতার করে ।



ধৃতদের কাছ থেকে ৭রাউন্ড গুলি ও সেভেন এম এম পিস্তল ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করেছে ।পুলিশ সুত্রে ধৃতদের নাম জানা যায় নাসিরুদ্দিন আনসারি ও একবাল আনসারি ।তাদের বাড়ি বিরভূম জেলার সিউরি মিনিষ্টিল এলাকায়।



ধৃতদের শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।কার্যত বৃহস্পতিবার রাতেও বর্ধমানের ২নম্বর জাতীয় সড়ক গোদা এলাকা থেকে চারজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেপতার করেছিলো বর্ধমান থানার পুলিশ ।