Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB BY-POLL: আজ থেকেই উপনির্বাচনের প্রচারে নামছেন অভিষেক বন্দোপাধ‍্যায়

WB BY-POLL: আজ থেকেই উপনির্বাচনের প্রচারে নামছেন অভিষেক বন্দোপাধ‍্যায় 


Abhishek Banerjee




আজ থেকে রাজ‍্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে নামছে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দোপাধ‍্যায়। আগামী ৩০ অক্টোবর শান্তিপুর, দিনহাটা, গোসাবা, খড়দহে নির্বাচন। আর তার আগে তারকা তালিকাও প্রকাশ করেছে তৃণমূল। ইতিমধ‍্যে শুরু হয়ে গিয়েছে প্রচার। এরপর আজ থেকে উপনির্বাচনের প্রচারে যোগ দিচ্ছেন অভিষেক।




আজ দুই কেন্দ্র গোসাবা ও খড়গপুরে সভা করবেন অভিষেক বন্দোপাধ্যায়। এর পরে ২৫ ও ২৬ অক্টোবর বাকি দুই কেন্দ্র অর্থাৎ দিনহাটা ও শান্তিপুরে প্রচার করবেন তিনি। যে চার আসনে উপনির্বাচন তার দুটিতে জয় লাভ করেছিল বিজেপি। শান্তিপুর ও দিনহাটায় বিজেপি জিতেছিল বিধানসভা নির্বাচনে এরপর জয়ী প্রার্থীরা বিধায়ক পদ থেকে পদত‍্যাগ করায় ফের নির্বাচন।




আজ দুপুর ১টায় গোসাবায় প্রচারে যাচ্ছেন অভিষেক বন্দোপাধ‍্যায় এরপর বিকেল ৩টা নাগাদ তিনি যাবেন খড়গপুরে। এরপর ২৫ তারিখ শান্তিপুর এবং ২৬ তারিখ দিনহাটায় প্রচারে যোগ দেবেন অভিষেক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code