মাদক মামলায় আটক শাহরুখ খানের ছেলে আরিয়ান সহ ৮জন  


বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে শনিবার মুম্বাই উপকূলের একটি ক্রুজ জাহাজ থেকে মাদক বাজেয়াপ্রাপ্ত করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) গ্রেফতার করে।


আরিয়ান খান ছাড়াও তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ বণিক, মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং, মোহক জাসওয়াল, বিক্রান্ত ছোকার এবং গোমিত চোপড়াকেও গ্রেফতার করা হয়েছে।


এর আগের দিন, এনসিবি আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করেছিল, রেভ পার্টির সাথে জড়িত থাকার বিষয়ে, যা শনিবার রাতে মুম্বাই উপকূলে একটি ক্রুজ জাহাজে অভিযান চালানোর পরে ধরা পড়েছিল।


 দীর্ঘ তিন ঘন্টা আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করেন NCB-র অফিসাররা।খতিয়ে দেখা হয়, শেষ কয়েকদিন কার কার সঙ্গে ফোনে ও হোয়াটস অ্যাপে কথা বলেছেন আরিয়ান। 


এনসিবি সূত্র জানায়, আরিয়ান খানের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং কর্তৃপক্ষ মাদক সেবন বা সেবনের সঙ্গে তার সম্পৃক্ততার কোনো ইঙ্গিত চেক করতে কর্তৃপক্ষ কর্তৃক স্ক্যান করা হয়েছে।


জানা গিয়েছে যে, মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে, মাঝ সমুদ্রে কর্ডেলিয়া নামে ওই প্রমোদ তরীতে চলছিল রেভ পার্টি। সেখানে হানা দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিসাররা।  বাজেয়াপ্ত করা হয়েছে কোকেন, চরস, এমডিএম-এর মতো মাদক।