সুকন্যা সমৃদ্ধি (sukanya samriddhi yojana)-সহ PPF স্মল সেভিংস স্কিমে বদলাচ্ছে সুদের হার (Interest Rate) ! জেনে নিন
কেন্দ্র সরকার ডিসেম্বর ত্রৈমাসিকে স্মল সেভিংস যোজনার সুদের হারে কোনওরকমের বদল না করার সিদ্ধান্ত নিয়েছে ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) ও অন্যান্য স্মল সেভিংস স্কিমে আগের রেটেই সুদ (Interest Rate) মিলবে ৷ এই নিয়ে লাগাতার ছ’টি ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমে সুদের হারে কোনও বদল করা হয়নি ৷
স্মল সেভিংস স্কিমে (Small Savings Scheme) কেন্দ্র সরকার প্রত্যেক ত্রৈমাসিকে সুদের হার বদল করে থাকে ৷ গ্যারেন্টিড রিটার্ন ও রিস্ক না থাকার কারণে ইনভেস্টমেন্টের জন্য স্মল সেভিংস স্কিমগুলি বেশ জনপ্রিয় ৷
সেভিংস স্কিমগুলির বর্তমানে সুদের হার জেনে নিন
- পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ সুদ।
- ১ থেকে ৩ বছরের ডিপোজিটে ৫.৫ শতাংশ সুদ।
- ৫ বছরের ডিপোজিটে মিলবে ৬.৭ শতাংশ সুদ।
- ৫ বছরের রেকারিং ডিপোজিটে মিলবে ৫.৮ শতাংশ সুদ।
- ৫ বছরের সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ৭.৪ শতাংশ সুদ
- ৫ বছরের মান্থলি ইনকাম অ্যাকাউন্টে ৬.৬ শতাংশ
- ৫ বছরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৬.৮ শতাংশ সুদ
- পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশ সুদ মিলবে
- কিষান বিকাশ পত্রে ৬.৯ শতাংশ হিসেবে সুদ মিলবে
- সুকন্যা সমৃদ্ধি যোজনায় বর্তমানে ৭.৯ শতাংশ সুদ দেওয়া
কিষান বিকাশ পত্র স্কিমে (Kisan Vikas Patra Scheme) পোস্ট অফিসের (post office) এই যোজনায় আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ডবল রিটার্ন ৷ এটি ভারত সরকারের ওয়ান টাইম ইনভেস্টমেন্ট স্কিম ৷ এখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা ইনভেস্ট করলে ডবল হয়ে যাবে ৷ এর ম্যাচিউরিটি পিরিয়ড ১২৪ মাসের হয় ৷ এখানে ন্যূনতম ১০০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ অধিকতম যত ইচ্ছে টাকা ইনভেস্ট করতে পারবেন এখানে ইনভেস্ট করার জন্য ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে ৷ এখানে সিঙ্গল অ্যাকাউন্টের পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF-PUBLIC PROVIDENT FUND) স্কিমে বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টে ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ ম্যাচিউরিটির পরও পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারবেন ৷ এক জনের নামে একটিই পিপিএফ অ্যাকাউন্ট খোলা যেতে পারে৷ এই অ্যাকাউন্টে বছরে কমপক্ষে ৫০০ টাকা জমা করতে হবে ৷
কিষান বিকাশ পত্র স্কিমে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ডবল রিটার্ন ৷ এটি ভারত সরকারের ওয়ান টাইম ইনভেস্টমেন্ট স্কিম ৷ এখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা ইনভেস্ট করলে ডবল হয়ে যাবে ৷ এর ম্যাচিউরিটি পিরিয়ড ১২৪ মাসের হয় ৷ এখানে ন্যূনতম ১০০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ অধিকতম যত ইচ্ছে টাকা ইনভেস্ট করতে পারবেন এখানে ইনভেস্ট করার জন্য ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে ৷ এখানে সিঙ্গল অ্যাকাউন্টের পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊