Latest News

6/recent/ticker-posts

Ad Code

Kali Puja কুলটিতে পূজিতা হন সাদা কালী

Kali Puja- joy maa kali - কুলটিতে পূজিতা হন সাদা কালী

Kali Puja


রামকৃষ্ণ চ্যাটার্জী, কুলটি, পশ্চিম বর্ধমান: কিছুদিন আগেই শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। আর তার পরেই গৃহস্থের ঘরে পুঁজিতা হলেন দেবী লক্ষ্মী। আর সেই সব কিছুর পরেই এবার  শক্তির দেবী কালীর আরাধনা। 

এই দেবী কালী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রূপে পুঁজিতা হচ্ছেন। কোথাও বা তিনি তাঁরা, কোথাও আবার উগ্র চন্ডী। কোথাও আবার সেই রূপ ছিন্নমস্তা। তারও মধ্যে দেবীর অন্য একটি রূপ হলো মা কালী। 


Kali Puja


সেই রকমই মায়ের এক রূপ যা সচরাচর পাওয়া যায় না। তেমনি একটি রূপ হলো মায়ের সাদা রূপ। আর এই রূপের নাম মা ফলহারিণী কালী। আর মা কালী এই সাদা রূপে পূজিত হয় পশ্চিম বর্ধমান জেলার কুলটি এলাকার কুলটি বিধানসভার অন্তর্গত-১৭ নম্বর ওয়ার্ডের লালবাজারে। 

জানা যায় ওই এলাকার জনৈক্য মধুময় ঘোষ একদিন রাতে স্বপ্নাদেশ পায় দেবীর। আর সেই স্বপ্নাদেশ পাওয়ার পরেই তিনি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে মায়ের শীলা মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করেন তার নিজের বাড়িতে। আর এরপর থেকেই শুরু হয় মায়ের সাদা রূপে আরাধনা। যা নজর করে রাজ্যের মানুষেরও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code