Latest News

6/recent/ticker-posts

Ad Code

Diwali offer বিনামূল্যে আনলিমিটেড ডেটা ও ২৮ দিনের বৈধতা দিচ্ছে Jio

বিনামূল্যে আনলিমিটেড ডেটা ও ২৮ দিনের বৈধতা দিচ্ছে Jio

Jio


বিশ্বজিৎ দাসঃ 

জিও প্রতিনিয়তই গ্রাহকদের জন্য নিত্যনতুন অফারের ডালি সাজিয়ে নিয়ে আসে। তবে এবারের অফারটা কিছুটা অন্যরকম। জিও এবারে নতুন প্রিপেইড গ্রাহক কিংবা বিদ্যমান মোবাইল নম্বরগুলি পোর্ট করার জন্য একটি বিশেষ অফার নিয়ে এসেছে।




জিও-র এই অফারটি ফেসড ম্যানর থেকে গ্রাহকদের জন্য করা হয়েছে। Jio- এর ওয়েবসাইটে শর্তাবলী অনুসারে এই প্ল্যানের অধীনে, রেফার এবং রেফারি ৯৮ টাকা এবং ৩৪৯ টাকার বিনামূল্যে রিচার্জ ভাউচার পাওয়া যাবে।




এমনকি জিও বিভিন্ন ব্র্যান্ড থেকে ২০০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট ভাউচারও দেবে।প্রতিবার গ্রাহকদের উচ্চ মূল্যের ভাউচার দেবে জিও। প্রথম রেফারেলটিতে গ্রাহককে ৯৮ টাকার ফ্রি রিচার্জ দেবে জিও। যেখানে ১.৫ GB এবং ১৪ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধা। এরপর ১২ তম রেফারেলে ৩৪৯ টাকার ৬ টা ভাউচার পাবেন গ্রাহক। যেখানে প্রত্যেক ভাউচারে ৩ GB ডেটা এবং আনলিমিটেড কলিং যা ২৮ দিনের জন্য বৈধতা থাকবে।




এই অফারটি গ্রাহকদের জন্য ১২ ই অক্টোবর ২০২১ থেকে শুরু হয়ে গেছে। যেখানে গ্রাহকরা জিওর পক্ষ থেকে একটি ভিডিও সহ একটি ম্যাসেজ পাবেন জিওতে পোর্ট করার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code