Aadhaar Card: কোথায় কোথায় ব্যবহার হয়েছে আপনার Aadhaar Card, এখন জানতে পারেন এক নিমেষেই
আমাদের পরিচয় পত্রের প্রমান হিসেবে একটি অন্যতম ডকুমেন্ট আধার কার্ড। নাগরিকের বৈধ পরিচয়পত্র থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবক্ষেত্রেই এখন আধার কার্ড জরুরী। এমনকি সিম কানকেশন থেকে বাড়ির গ্যাস কানেকশন সব ক্ষেত্রেই এখন আধার কার্ড। তবে আপনার অজান্তেই আপনার আধার কার্ড ন্য কোথাও ব্যবহার করেনি তো কেউ? জানবেন কিভাবে আজ সেই বিষয়েই আপনাদের অবগত করতে চলেছি।
আপনার আধার পরিষেবা কোন কোন কাজে ব্যবহৃত হয়েছে তা আপনি অনায়াসে জেনে নিতে পারবেন। এরজন্য আপনাকে যা করতে হবে-
সর্ব প্রথম uidai.gov.in- এই ওয়েবসাইটে যেতে হবে।
মাই আধার এই অপশনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে।
তিন নম্বর কলামে রয়েছে আধার সার্ভিসেস।
ওই কলামের আট নম্বর লিস্টটি হল আধার অথেন্টিকেশন হিস্ট্রিতে যাবেন।
নির্দিষ্ট জায়গায় দিতে হবে ১২ সংখ্যার আধার নম্বর। অথবা ১৬ সংখ্যার ভার্চুয়াল আই ডি-র সাহায্যেও অথেন্টিকেশন হিস্ট্রি খুলে পাওয়া যেতে পারে।
এরপর সিকিউরিটি কোড দিতে হবে নির্দিষ্ট জায়গায়।
এরপর OTP - আসবে রেজিস্টার্ড মোবাইলে।
OTP -দিয়ে সাবমিট করলেই দেখা যাবে হিস্ট্রি।
আপনাকে আধার কার্ড ব্যবহারের হিস্ট্রি জানতে একটা তারিখ ঠিক করতে হবে যে আপনি কত তারিখ থেকে কত তারিখে হিস্ট্রি জানতে চান। তা জানালেই স্ক্রিনে ভাসবে হিস্ট্রি। যা আপনি ডাউনলোড করেও রাখতে পারেন।
5 মন্তব্যসমূহ
Very important news.
উত্তরমুছুনগুরুত্বপূর্ণ তথ্য
উত্তরমুছুনগুরুত্বপূর্ণ তথ্য
উত্তরমুছুনImportant information
উত্তরমুছুনVery important news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊