ডিউটি রত অবস্থাতেই মুমূর্ষ রোগীর প্রাণ রক্ষার্থে, হাসপাতালে ছুটে আসলেন রক্তদাতা
দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন "মৌসুমী দাস" নামক একজন মুমূর্ষ রোগীর জন্য "B+" রক্তের প্রয়োজনে, রোগীর পরিবারের সদস্যরা অনেক অনুসন্ধানের পরও রক্তের ব্যবস্থা করতে না পেরে অবশেষে যোগাযোগ করেন "খুশির ছোঁয়া ফাউন্ডেশন-KCF" টিমের সভাপতি রোহিত ইসলাম ও সম্পাদক দীপক বর্মন- এর সাথে। আর তৎক্ষণাৎ রোহিত ইসলাম ও দীপক বর্মন যোগাযোগ করেন "দিনহাটা ফায়ার স্টেশন" - এর AFO বৃন্ত মজুমদার-এর সাথে এবং তার পরমুহূর্তেই বৃন্ত মজুমদার, দিনহাটা ফায়ার স্টেশন- এর "fire engine operator cum driver" উৎপল প্রামাণিকের সাথে যোগাযোগ করে, রোহিত ইসলাম ও দীপক বর্মনকে ফোন করেন এবং তারা তৎক্ষণাৎ ফায়ার স্টেশন থেকে উৎপল বাবুকে হাসপাতালে নিয়ে আসেন। মালদার বাসিন্দা কিন্তু কর্মসূত্রে বর্তমানে দিনহাটায় বসবাসরত উৎপল প্রামাণিক মহাশয় ডিউটি রত অবস্থায় থাকাকালীনই, গতকাল রাত থেকে মুষলধারে হতে থাকা বৃষ্টি উপেক্ষা করেই "দিনহাটা মহকুমা হাসপাতাল"- এ আসেন প্রয়োজনীয় গ্রুপের রক্তদান করে রোগীর প্রাণ রক্ষার্থে এবং টিম "KCF"- এর সভাপতি রোহিত ইসলাম ও সম্পাদক দীপক বর্মন প্রয়োজনীয় গ্রুপের রক্ত রোগীর পরিবারের হাতে তুলে দিতে সক্ষম হন।
এক্ষেত্রে রোহিত ইসলাম ও দীপক বর্মন উভয়েই জানান যে, রক্তের সংকটকালীন এই পরিস্থিতে রক্তদাতা পাওয়া বড়ো কঠিন। আজকের এই কঠিন পরিস্থিতিতে "শ্রীমান বৃন্ত মজুমদার" এবং "শ্রীমান উৎপল প্রামাণিক" যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য রোহিত ইসলাম ও দীপক বর্মন উভয়েই ওনাদের কুর্ণিশ জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊