নুসরতের সন্তানের পিতৃ পরিচয় প্রকাশ্যে আসতেই কটাক্ষ তসলিমার 




সমাজের কথা না ভেবে সন্তান জন্ম দিয়ে মাতৃত্বের স্বাদ নিয়েছে নুসরত আর তাঁতে খুশি হয়েছিলেন তসলিমা নাসরিন। প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় কলমও ধরেছেন।

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ছেলের বাবা হিসেবে অভিনেতা যশ দাশগুপ্তর নাম উঠে আসছে এবার। কলকাতা পুরসভার ওয়েবসাইট থেকেই জানা যায় নুসরতের সন্তানের বাবা দেবাশিস দাশগুপ্ত অর্থাৎ যশ।

বাবার নাম হিসেবে যশের নাম প্রকাশ্যে আসতেই এবার কটাক্ষ করলেন তসলিমা। নিজের যাবতীয় ক্ষোভ উগরে দিলেন তিনি।

এদিন তিনি ফেসবুকে লেখেন, কলকাতার অভিনেত্রী নুসরাতকে সে যতটা না বিল্পবী তার চেয়ে বেশি ভেবে নিয়েছিলাম। ভেবেছিলাম নুসরাত তার সন্তানকে শুধু নিজের সন্তান হিসেবে পরিচয় দেবে। কার স্পার্ম সে নিয়েছে গর্ভবতী হওয়ার জন্য, সেটা মোটেও উল্লেখযোগ্য ব্যাপার হবে না। কিন্তু না, নুসরাত আসলে অন্য যে কোনও রমণীর মতোই রমণী। সে সন্তানের বার্থ সার্টিফিকেটে উল্লেখ করেছে সন্তানের পিতার নাম। তার সর্বক্ষণের সঙ্গীই সন্তানের পিতা। নিখিলের সঙ্গে ভারতবর্ষে তার বিয়ে রেজিস্ট্র হয়নি, সুতরাং নিখিলকে তার স্বামী না বলার পেছনে যুক্তি আছে। কিন্তু এইযে লুকোচুরি সন্তানের পিতা কে তা জানানোর ব্যাপারে , তার দরকার ছিল না। আমি অবাক হবো না যদি কোনওদিন প্রকাশ হয় যে গোপনে সে যশকে বিয়েও করেছে। তাহলে যে কোনও ট্রাডিশানাল মেয়ের চেয়ে নুসরাতের তফাৎটা কোথায়?

তিনি আরও লেখেন, প্রচুর লেখালেখি, প্রচুর স্বাগত জানানো, শুভেচ্ছা জানানো, স্যালুট জানানো -- এসব বরং এক্সট্রাঅরডিনারি সাহসী এবং পুরুষতন্ত্রের ছক ভাঙ্গা মেয়েদের জন্য তোলা থাকুক। ট্রাডিশানাল মেয়েদের পেছনে সময় নষ্ট করা, তাদের বাহবা দেওয়া আপাতত স্থগিত থাকুক।