এবার মানিকে মাগে হিথের তালে কোমর দোলালেন শ্রীতমা
কলকাতা চিত্তরঞ্জনের বাসিন্দা শ্রীতমা বৈদ্য (Sreetama Baidya)। নাচ যার ধ্যান-জ্ঞান, ইতিমধ্যে একাধিক নাচের মধ্যদিয়ে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
বিশেষ করে নজরে আসে ২০২০ সালের জুলাইয়ে ইউটিউবে আপলোড করা টিপ টিপ বারসা পানি - জনপ্রিয় এই গানের নাচ। সেই থেকে নেট পাড়ায় জনপ্রিয় নাম শ্রীতমা।
যখনই কোন গান ভাইরাল হয়ে যায় তখনই যেন শ্রীতমার ভার্সন দেখার জন্য ভক্তদের ব্যাকুলতা তৈরি হয়।
এইতো কিছুদিন আগে ভাইরাল নয়া দামান এর নাচ আপলোড করেছে শ্রীতমা- যা জনপ্রিয় হয়েছে বাংলাদেশেও। সম্প্রতি 14 জুলাই Kahin Aag Lage - Taal গানের নাচের ভিডিও পাবলিশড করেছে শ্রীতমা।
এবার ভাইরাল' মানিকা মাগে হিথে' গানের তালে শ্রীতমা নাচলেন। ২৯ আগস্ট পাবলিশড হওয়া এই ভিডিওটিতে ইতিমধ্যে ভিউয়ার সংখ্যা 769,908 - আসুন দেখে নেই শ্রীতমার নাচ-
1 মন্তব্যসমূহ
sex
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊