পেনশন হোল্ডারদের জন‍্য সুখবর, একগুচ্ছ সুবিধা নিয়ে হাজির SBI 






প্রবীণ নাগরিক তথা পেনশন(Pension) হোল্ডারদের সুবিধার্থে SBI Pension Seva এনেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ঘরে বসেই এখন পেনশন সংক্রান্ত সমস‍্যা সমাধান করুন এখন নিমেষেই।



SBI Pension Seva- পরিষেবা

  • পেনশন স্লিপ বা ফর্ম ১৬ পাবেন গ্রাহক।

  • পেনশনের যাবতীয় লেনদেনের ইতিহাস

  • এরিয়ারের হিসেব পেয়ে যাবেন SBI pensioners।

  • বিনিয়োগ বা আপনার আমানত সম্পর্কিত বিবরণ জানা যাবে।

  • লাইফ সার্টিফিকেটের স্ট্যাটাস জানা যাবে।

  • পেনশন প্রোফাইলের বিস্তারিত বিবরণ দেখা যাবে।




SBI Pension Seva অতিরিক্ত পরিষেবা

  • পেনশন ব্যাঙ্কে জমা পড়লেই রেজিস্টার্ড মোবাইলে পেনশনের বিবরণ পাঠাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

  • ইমেলের মাধ্যমে নিজের পেনশন স্লিপ পাওয়া যাবে।

  • পেনশনারদের জন্য ব্যাঙ্কের শাখাতেই 'জীবন প্রমাণ পরিষেবা' দেওয়া হচ্ছে।

  • যেকোনও SBI-এর শাখায় লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে।



SBI Pension Seva অভিযোগ নিষ্পত্তির পদ্ধতি

  • কোনও কারণে পোর্টালে ঢুকতে না পারলে support.pensionseva@sbi.co.in-এ ইমেল করতে হবে গ্রাহককে। সঙ্গে কী কারণে সমস্যা হচ্ছে সেই স্ক্রিনশট জমা দিতে হবে।

  • সমস্যার সমাধানে SMS করতে পারেন 8008202020 নম্বরে। সেই ক্ষেত্রে “UNHAPPY’’লিখে পাঠাতে হবে নির্দিষ্ট নম্বরে।

  • টোল ফ্রি নম্বর 18004253800/1800112211-তে যোগাযোগ করতে পারেন।

  • পেনশনের বিষয়ে অভিযোগ জানাতে https://bank.sbi ও customercare@sbi.co.in / dgm.customer@sbi.co.in / gm.customer@sbi.co.in-এ ইমেল করতে পারেন গ্রাহক।



SBI Pension Seva: রেজিস্ট্রেশন পদ্ধতি

  • নিজের জন্য একটা ইউজার আইডি তৈরি করুন।

  • নির্দিষ্ট জায়গায় পেনশন অ্যাকাউন্ট নম্বর লিখুন।

  • জন্মের তারিখ দিন।

  • যে ব্যাঙ্কে আপনার পেনশন আসে তার ব্রাঞ্চ কোড জমা দিন।

  • যে SBI শাখায় আপনার পেনশন জমা পড়ে সেখানে দেওয়া ইমেল আইডি এখানে লিখে দিন।

পাসওয়ার্ড লিখে কাজ কনফার্ম করুন।