Ganesh Chaturthi 2023- ব্যবসায় মন্দা! এই নিয়ম মেনে করুন গণেশ পূজা

Ganesh Chaturthi 2021


গণেশ চতুর্থী বা গণেশোৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা ও উৎসব। শিব ও পার্বতী-পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামেও পরিচিত। কোঙ্কণি ভাষায় এই উৎসবের নাম চবথ । অন্যদিকে নেপালি ভাষায় এই উৎসবকে বলে চথা । সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব।


Ganesh Chaturthi 2021



গণেশ পূজা ভারতের সর্বত্র অনুষ্ঠিত হলেও এই উৎসব মহারাষ্ট্র, গোয়া, গুজরাত, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। ভারতের বাইরে নেপালে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করে থাকেন।


Ganesh Chaturthi 2021



হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পূজা বিধেয়। ভাদ্রপদ শুক্লপক্ষ চতুর্থী মধ্যাহ্নব্যাপিনী পূর্বাবিদ্ধ – এই পূজার প্রশস্ত সময়। চতুর্থী দু’ দিন পড়লে আগের দিন পূজা অনুষ্ঠিত হয়। এমনকী দ্বিতীয় দিন মধ্যাহ্নের পুরোটাই যদি চতুর্থী থাকে তবুও আগের দিন মধ্যাহ্নে ২৪ মিনিট (এক ঘটিকা) চতুর্থী থাকলেই সে দিনই গণেশ পূজা হয়।


বাড়িতে দোকানে গণেশ মূর্তি বসানো আগে সম্পূর্ণ দোকান বা বাড়ি ভালো ভাবে পরিষ্কার করে রাখুন। পবিত্র ভাবে স্নান করে মন্ত্রের মাধ্যমে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। গণেশ মূর্তি পূর্ব বা উত্তর-পূর্ব দিকে বসিয়ে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র বলুন। মন্ত্রটি নীচে দেওয়া হলো।


Ganesh Chaturthi 2021



দূর্ব্বা ঘাস ও আতপ চাউল ডান হাতে নিয়ে বুকে ধরে এই মন্ত্রটি পাঠ করুন এবং আপনার বাম হাতে ঘন্টাধ্বনি করতে করতে বলুন-

"ওঁ আং হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং সঃ গণেশ দেবতায়াঃ প্রাণা হই প্রাণাঃ।
ওঁ আং হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং হং সঃ গণেশ দেবতাঃ জীবঃ ইহ স্থিতঃ।
ওঁ আং হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং হং সঃ গণেশ দেবতায়াঃ সর্ব্বেন্দ্রিয়াণি।
ওঁ আং হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং হং সঃ গণেশ দেবতায়াঃ বাঙ্খনশ্চক্ষুস্ত্বক্‌শ্রোত্রঘ্রাণপ্রাণা ইহাগত্য সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা।
ওঁ মনোজুতির্জুষতামাজ্যস্য হৃহস্পতির্যজ্ঞমিমং তনোতু।
অরিষ্টং যজ্ঞং সমিমং দধাতু বিশ্বেদেবাস ইহ্ন মাদয়ন্তামোম্‌ প্রতিষ্ঠা।
অস্যৈ প্রাণাঃ প্রতিষ্ঠন্তু অস্যৈ প্রাণাঃ ক্ষরন্তু চ। অস্যৈ দেবত্বসংখ্যায়ৈ স্বাহা।"


Ganesh Chaturthi 2021



প্রথমে 'ওম গাং গনপতায় নমঃ' মন্ত্র উচ্চারণ করে শুরু করুন গনেশের আরাধনা। আরতি করার থালায় সুগন্ধি ধূপ ও ঘীয়ের প্রদিপ জ্বালিয়ে আরতি করুন গনেশের । এরপর লাগবে পান পাতা ও সুপুরি। আপনি যদি গনেশ চতুর্থীর আগের দিন বাড়িতে গণেশের মূর্তি নিয়ে আসেন তাহলেপূজার দিন পর্যন্ত নতুন কাপড়ে গণেশের মুখ ঢেকে রাখুন। পুজোর দিন গণেশ মূর্তি স্থাপনের আগে মুখ খুলে দেবেন।


এরপর ষোড়শপচারে গনেশের আরাধনা করুন। গনেশ বন্দনার ১৬টি রীতির নামই হলো ষোড়শপচার। এরপর ২১টি দূর্বা ঘাস, ২১টি মোদক ও লাল ফুল গনেশের সামনে সাজিয়ে রাখুন। মূর্তির মাথায় আঁকুন লাল চন্দনের টিকা।