দুই শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা জানানো হলো ধূপগুড়ি থানা
রাজ্য সরকারের তরফে স্কুল শিক্ষাদপ্তর এবছর জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির দুই শিক্ষককে শিক্ষারত্ন পুরুস্কারের জন্যে বেছে নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধায় শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষককে ধূপগুড়ি থানার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো।
পূর্ব মল্লিকপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার দে এবং ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয় বসাক এবছর জেলা থেকে শিক্ষারত্ন পুরুস্কার পেতে চলেছেন। এদিন উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি ডিএসপি ক্রাইম বিক্রম জিৎ লামা ও ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা।
দুই শিক্ষককে উত্তরীয় পরিয়ে শাহরুখ ও ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানান ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊