Latest News

6/recent/ticker-posts

Ad Code

BSNL এর Validity রিচার্জ নিয়ে আর নেই কোন চিন্তা, নিয়ে এলো দুর্দান্ত সুযোগ

BSNL এর Validity রিচার্জ নিয়ে আর নেই কোন চিন্তা, নিয়ে এলো দুর্দান্ত সুযোগ 

BSNL


যে কোন মোবাইলের রিচার্জ ভ্যালিডিটি নিয়ে গ্রাহকদের সমস্যায় পড়তে হয় অনেক ক্ষেত্রেই। কবে ভ্যালিডিটি শেষ হবে তা অনেক ক্ষেত্রেই মনে থাকে না, আবার কখনো আগেই রিচার্জ করিয়ে নিতে হয়। এতে লোকসান হয় গ্রাহকদেরই। 

সম্প্রতি BSNL ঘোষণা করেছে এই ভ্যালিডিটি রিচার্জ নিয়ে আর গ্রাহকদের সমস্যায় পড়তে হবে না। ভ্যালিডিটি শেষ হওয়ার আগে রিচার্জ করলেও বর্তমান প্ল্যান ডি এক্টিভ হওয়ার পরই পরবর্তি রিচার্জটি অটোমেটিক আপডেট হয়ে যাবে। 

ধরুন আপনার বর্তমান প্ল্যানের ভ্যালিডিটি শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২১ এ। আপনি যদি এই তারিখের আগেই রিচার্জ করেন তবে অটোমেটিক ভাবে আপনার রিচার্জের ভ্যালিডিটি পুনরায় ৩১ ডিসেম্বর ২০২১ থেকে শুরু হবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code