তোলাবাজির অভিযোগ তুলে পুলিশের গাড়ি আটকে হেনস্থা, বিক্ষোভ, ভয় পালালো পুলিশ ভ্যান
তোলাবাজির অভিযোগ তুলে ধূপগুড়ি থানার পুলিশের গাড়ি আটকে কর্তব্যরত পুলিশকর্মীকে হেনস্থা গাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। ভয়ে পালিয়ে যায় পুলিশ ভ্যান।
রাত আনুমানিক দশটা নাগাদ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন এলাকায় একটি মুরগির গাড়িকে আটকায় ধুপগুড়ি থানার পুলিশ। অভিযোগ আসাম নাম্বরের সেই পিকআপ ভ্যানটিকে একাধিকবার আটকে টাকা দাবি করেছে পুলিশ এর মধ্যে দুবার সেই পিকআপ ভ্যানের চালক পুলিশকে টাকা দিয়েছে তবে সিনেমা হল মোড় এলাকায় সেই মুরগির বোঝাই পিকআপ ভ্যানটি আসতেই দ্রুতগতিতে দুটি পুলিশের গাড়ি পিকআপ ভ্যানটিকে আটকে দেয়।
অভিযোগ এর মধ্যে একটি পুলিশের গাড়ি দ্রুত গতিতে নিয়ম ভেঙে উল্টো দিকে আসছিল যার ফলে কয়েকজন পথচারী বরাতজোরে বেঁচে যায় এরপরে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। তারা রীতিমতো পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এমনকি পুলিশকে মারধর করে। গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করলে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
অভিযোগ পুলিশের এই তোলাবাজির জন্য আজ কয়েক জনের প্রাণ যেতে পারত কার্যত এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছেড়ে পালিয়ে বাঁচে পুলিশের দুটি গাড়ি। মাঝেমধ্যেই পুলিশের বিরুদ্ধে রাস্তায় মালবাহী গাড়ি আটকে তোলাবাজির অভিযোগ ওঠে এবার সরাসরি শহরের বুকে এই ঘটনা ঘটায় মানুষের মধ্যে ক্ষোভ কয়েকগুণ বেড়েছে তবে এ বিষয়ে পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊