Three-time Olympic gold medallist swimmer says sex gives her "explosive power"

allashishkina_rusallo4ka


বিশ্বের সেরা অ্যাথলিটদের মধ্যে একজন রাশিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন এলা শিশকিনা । সম্প্রতি অলিম্পিক খেলার পর তাঁর একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এলা শিশকিনা অলিম্পিক্সে সেরা পারফরমান্স দেওয়ার পেছনে আসল রহস্য হিসাবে যৌন সম্পর্ক করাকে গুরুত্ব দিয়েছেন। তিনি যৌন সম্পর্ককে একপ্রকার শারীরিক কসরৎ বলেই মনে করেন। এলা  নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য তিনি প্রত্যেক ম্যাচের আগে সেক্স করা বাধ্যতামূলক বলেই মনে করেন।

allashishkina_rusallo4ka

২০২০ টোকিয়ো অলিম্পিকে স্বর্ণ পদক জয় করেছেন এলা। তিনি সিনক্রোনাইজড সুইমিং ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। 
২০১৬ সালে রিও অলিম্পিকে এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও সোনা জয় করেছিলেন এলা শিশকিনা। 




রাশিয়ার সংবাদ সংস্থা স্পোর্টস এক্সপ্রেসকে তিনি নিজের অনফিল্ড পারফরম্যান্স সম্পর্কে একটি সাখ্যাৎকারে তাঁর এই  গোপন রহস্যের কথা জানিয়েছেন। 

বলেছেন, 'আমি বিজ্ঞান, গবেষণা এবং চিকিৎসকদের পরামর্শের উপরেই যথেষ্ট বিশ্বাস করি। আমি এই ব্যাপারে আমার ব্যক্তিগত চিকিৎসক ডেনিসের সঙ্গে  আলোচনা করেছি। বিজ্ঞান  একথা মেনে নিয়েছে যে যদি আপনাকে পেশাদার খেলাধুলোয় নিজের সেরাটা উজাড় করে দিতে হয়, সেক্ষেত্রে সেক্স ছাড়া ভালো পন্থা থাকতে পারে না।'

allashishkina_rusallo4ka



আরও যোগ করেন, কিন্তু যদি আপনাকে লম্বা সময়ের জন্য খেলাধুলোয় টিকে থাকতে হয় এবং সাফল্য অর্জন করতে হয়, সেক্ষেত্রে আমি কখনই সেক্সকে প্রাথমিক গুরুত্ব দেব না। প্রত্যেককে নিজের শরীরের কথা ভেবে তথা চিকিৎসকদের পরামর্শ মেনেই প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।