গাড়ির ফিজিক্যাল কপি নিয়ে বেড়োননি? এই অ্যাপ রাখলেই রেহাই





এখন গাড়ির কাগজপত্র হাতে করে নিয়ে ঘোরার দিন শেষ। ডিজিট‍্যাল ভারতে সব কিছু ডিজিট‍্যাল। যদি আপনি কোথাও যাওয়ার সময় গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যান তবে আপনার মোবাইলে শুধু অ্যাপ থাকলেও যথেষ্ট। আপনার স্মার্টফোনে MParivahan বা digilocker অ্যাপে ডিজিটাল কপি থাকলে আপনার ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পারমিট, PUC এবং আপনার গাড়ির বীমা নথির ফিজিক্যাল কপি আর বহন করতে হবে না।




ডিজি-লকার (Digi-Locker) বা এম-পরিবহন (m-Paribahan) মোবাইল অ্যাপে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য তথ্যাদি সেভ রাখলেই রাস্তায় ট্রাফিক পুলিস বা পরিবহন দফতরে যেকোন কাজের জন্য সেই অ্যাপে সেভ করা ডকুমেন্টস দেখালেই হবে। এগুলিই আপনার বৈধ কাগজপত্র হিসেবে গণ‍্য করা হবে।



উল্লেখ্য, মোটর ভেহিকেলস আইন, ১৯৮৮ (Motor Vehicles Act, 1988) অনুযায়ী অ্যাপে সেভ করা তথ্যাদিও আসলের মতোই গণ্য করা হবে। তাছাড়া তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ (IT Act, 2000) অনুসারেও উপরোক্ত তথ্যাদি হার্ড কপির মতোই বৈধ।


তবে এটা অবশ‍্যই মনে রাখতে হবে মোবাইল অ্যাপে রাখা এই সফট কপিগুলি কখনই গ্রাহকের আসল তথ্যাদি বলে গণ্য করা হবে না।