Muslim Women Rights Day: আজ মুসলিম মহিলা অধিকার দিবস
তিন তালাকের অবসানে আইন কার্যকর হওয়ার বিষয়টিকে স্মরণে রেখে আজ সারা দেশে ‘মুসলিম মহিলা অধিকার দিবস’ (Muslim Women Rights Day) উদযাপন করা হবে।
এ সম্পর্কে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেছেন, সরকার ২০১৯ – এর পয়লা অগাস্ট তিন তালাকের বিরুদ্ধে আইন কার্যকর করে। এই আইন কার্যকর হওয়ায় সামাজিক কুপ্রথা তিন তালাক ফৌজদারি অপরাধের রূপ পেয়েছে।
তিনি আরও জানান, আইন কার্যকর হওয়ার পর তিন তালাক ঘটনা লক্ষ্যণীয়ভাবে হ্রাস পেয়েছে। সারা দেশে মুসলিম মহিলারা এই আইনকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন। বিভিন্ন সংগঠন আগামীকাল মুসলিম মহিলা অধিকার দিবস উদযাপন করবে।
নাকভি বলেন, সরকার মুসলিম মহিলাদের আত্মবিশ্বাস, আত্মসম্মান ও আত্মমর্যাদা বাড়িয়েছে। সেই সঙ্গে, সামাজিক কুপ্রথা তিন তালাকের বিরুদ্ধে আইন কার্যকর করে তাঁদের সাংবিধানিক, মৌলিক ও গণতান্ত্রিক অধিকারগুলিকে সুরক্ষিত করেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊