বাড়লো কলেজে ভর্তির আবেদন জমার সময়সীমা
প্রাথমিকভাবে ২০ই অগাস্ট ছিল কলেজে ভর্তির আবেদন জমার শেষ দিন। এবছর একশো শতাংশ পড়ুয়াকেই উচ্চ মাধ্যমিক পাশ করানো হয়েছে সংসদের তরফে। ফলে দেদার পড়েছে ভর্তির আবেদন। এর মাঝেই আরো ৭দিন বাড়ানো হল কলেজে ভর্তির আবেদন জমা দেওয়ার সময় আগামী ২৭শে অগাস্ট পর্যন্ত করা যাবে আবেদন।
এবছর উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইএসসি কোনো পরীক্ষাই হয়নি। করোনার জেরে বাতিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয় বিকল্প উপায়ে। এরপর, বিনামূল্যে কলেজে ভর্তির আবেদন জমা নেওয়া শুরু হয় ২রা অগাস্ট যা ২০ই অগাস্ট পর্যন্ত নেওয়ার কথা ছিল। কিন্তু অবশেষে তা ২৭ অগাস্ট করে উপাচার্যদের জানালো সরকার।
কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে প্রথম বর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশ করতে হবে ৩১ অগাস্টের মধ্যে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তি প্রক্রিয়া। ক্লাস শুরু হবে ১ অক্টোবর থেকে।
তবে এত অল্প সময়ে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা বেশ চাপের হবে বলেই মনে করছে কলেজ গুলি। এমনিতেই এবার উচ্চ মাধ্যমিকে রেকর্ড পাসের জেরে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য দেদার আবেদন জমা পড়েছে। তার ওপর এত কম সময়। সময় বাড়ায় আরও যেমন আবেদন জমা পড়বে, তেমনই ভালো কলেজে ভর্তি হতে না পারার আশঙ্কা বাড়বে মেধাবি পড়ুয়াদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊