D.El.Ed দের চাকরির দাবিতে বিক্ষোভ সমাবেশ




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:- 


শারদীয়ার আগে ২০১৪ টেট কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেডদের চাকরির দাবিতে আজ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির কাছে স্মারকলিপি প্রদানের পাশাপাশি বর্ধমান কার্জন গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করলেন ডি এল এডরা।


বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের ঘোষনা করেন সেই সমস্ত প্রকল্প গুলো বাস্তবায়িতও করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্ত ২০১৪ টেট কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেড দের মধ্যে ১৬,৫০০ টেট ক্যান্ডিডেডদের চাকরির রিক্রুইট্মেন্ট করা হলেও এদের মধ্যে অধিকাংশ ডি এল এডরা রাজ্য সরকারের চাকুরি থেকে বঞ্চিত হয়ে আছে।সেই সমস্ত বঞ্চিত ডি এল এড দের চাকরির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। 


ডি এল এড দের মধ্যে মল্লিকা কোলে বলেন ২০২০র ১১ নভেম্বর নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলেন প্রায় ২০ হাজারের মত টেটে কোয়ালিফাইড ক্যান্ডিডেডদের মধ্যে প্রথম ১৬,৫০০ জনার রিক্রুইট্মেন্ট করার পর বাকিদের ধাপে ধাপে রিক্রুইট্মেন্ট করার কথা থাকলেও বর্তমানে তা না হওযায় বিক্ষোভের পাশাপাশি স্মারকলিপি প্রদান করেন তারা।পাশাপাশি পথ চলতি সাধারন মানুষদের হাতে তুলে দেন গাছের চাড়া।