গোয়ায় বিকিনিতে ধরা দিলেন ত্রিধা




ত্রিধা চৌধুরি। আশ্রমের হাত ধরে তিনি রাতারাতি জনপ্রিয় হয়েছেন। তাছাড়াও নিখিল-নুসরতের সম্পর্ক ফাটলের পরেই তাঁকে নিয়ে শুরু হয় জোর চর্চা। বর্তমান মুম্বাইয়ে রয়েছেন ত্রিধা।





রবিবার পুলের ধারে বিকিনি পড়া অবস্থায় সেক্সি লুকে (Sexy Look) ধরা দিলেন ত্রিধা। পড়নে হলুদ মনোকিনি। পুলের ধারে বসে সমুদ্রের দিকে তাকিয়ে আছেন সুন্দরী। সেক্সি গার্ল ত্রিধা কার সাথে পুলে? তা প্রশ্ন ওঠে নেটপাড়ায়।





এদিকে কিছুদিন আগেই শহর ছেড়েছেন নিখিল। ফলে নিখিলের সাথেই মজে আছেন ত্রিধা উঠছে এমনই জল্পনা। যদিও ত্রিধার ইনস্টা স্টোরি-তে নিখিলের দেখা মেলেনি। বলিউডের দুই চেনা মুখ ডিজাইনার নাতাশা সুদ ও মিউজিশিয়ান আনয়সা-র সঙ্গে ছুটির মেজাজে ধরা দিয়েছেন ত্রিধা।