বিমানবন্দরে গুলি চালাল তালিবানরা! দেশ ছাড়তে ভিড়, অন্তত ৫ জনের মৃত্যু
বিমানবন্দরে গুলি চালাল তালিবানরা, অন্তত ৫ জনের মৃত্যুর খবর। আফগানিস্তান ছেড়ে যাওয়া শেষ কয়েকটি ফ্লাইটে চড়ার জন্য হাজার হাজার আফগান নাগরিক ভিড় করেছিলেন।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহতদের বন্দুকের গুলিতে হত্যা করা হয়েছে নাকি ধাক্কা লেগেছে তা স্পষ্ট নয়। এর আগে, প্রতিবেদনে বলা হয়েছিল যে মার্কিন সৈন্যরা বিমানের গুলি ছুঁড়েছিল কারণ একটি বিশাল জনতা বিমানবন্দরের টার্মাককে জড়ো করেছিল।
রবিবার সকালেই আফগানিস্তানের কাবুল দখল করে তালিবানিরা। তালিবানি (Taliban) রাজে কাঁপছে আফগানিস্তান। চরম আতঙ্ক পরিবেশে দেশ ছাড়ার হিড়িক। কাবুল বিমানবন্দরে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। কার্যত জনসমুদ্রের চেহারা নিয়েছে কাবুল বিমানবন্দর চত্বর। এই পরিস্থিতিতে গুলিও চলে বিমানবন্দরে। তবে যারা প্রান হারিয়েছেন তারা ভিড়ে নাকি গুলিতে প্রান হারিয়েছেন তা এখনও জানা যায়নি। আতঙ্কিত মানুষের দেশ ছাড়ার চেষ্টার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এদিকে, অসামরিক বিমান পরিষেবা বন্ধ থাকায় ভিড় না জমানোর আরজি জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। স্বাভাবিক ভাবেই দেশ ছাড়া নিয়ে অনিশ্চিত।
সাংবাদিক জাওয়াদ সুখানওয়ার টুইটে আতঙ্কের ছবি শেয়ার করে লেখেন, “কাবুলের আরও একটি দিনের শুরু। কাবুল বিমানবন্দরের দিকে জনসমুদ্র।”
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকেই বিমানবন্দরের দিকে ছুটছে। রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমান ঘিরে রয়েছেন হাজার হাজার মানুষ। রীতিমতো মারামারি করে বিমানে ওঠার চেষ্টা করছেন তাঁরা। বিমান কীভাবে মাটি ছেড়ে আকাশে উড়বে তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।
এদিকে, বিবৃতি জারি করে জানানো হয়েছে হামিদ কারজাই বিমানবন্দর বন্ধ করা হচ্ছে। ইউনাইটেড এয়ারলাইন, ব্রিটিশ এয়ারওয়েজ, ভার্জিন আটলান্টিকের মতো বিমান সংস্থা জানিয়ে দিয়েছে তারা আফগানিস্তান এয়ারস্পেস ব্যবহার করবেন না।
Crowds packed the international airport in Kabul in a chaotic scene after Taliban insurgents entered the Afghan capital and President Ashraf Ghani fled the country, saying he wanted to avoid bloodshed https://t.co/neLGwErN3a pic.twitter.com/hmZqmMy90t
— Reuters (@Reuters) August 16, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊