মাতৃভাষায় শিক্ষাদানে দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ
United District Information System For Education-র রিপোর্ট অনুযায়ী মাতৃভাষায় শিক্ষাদানে দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। জানা যাচ্ছে, UDISE-র রিপোর্ট অনুসারে, রাজ্যের ৮৯.৯ শতাংশ পড়ুয়াই ভর্তি হন বাংলা মাধ্যম স্কুলে এবং ৫.৩ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দ্বারা দেশজুড়ে প্রি-প্রাইমারী থেকে ক্লাস ১২ পর্যন্ত সমস্ত স্বীকৃত ও অননুমোদিত বিদ্যালয়গুলির উপর UDISE সমীক্ষা চালিয়ে দেখেছে, দক্ষিণ ভারতে মাতৃভাষায় শিক্ষাদানে শীর্ষে রয়েছে কর্ণাটক। সেখানে ৫৩.৫ শতাংশ পড়ুয়াই কন্নড় ভাষায় পঠনপাঠন বেছে নিয়েছেন। মাত্র ২০ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছেন। যদিও সমীক্ষা আরো উল্লেখ করা হয়েছে, দক্ষিণের রাজ্যগুলিতে ক্রমশ ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রবণতা বাড়ছে।
এমনকি প্রতিবেশী রাজ্য ওড়িশাতে মাত্র ১.২ শতাংশ বাংলাভাষী থাকলেও মোট পড়ুয়াদের ৮০ শতাংশই বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেন। মাতৃভাষায় শিক্ষাদানে দেশের মধ্যে পিছিয়ে পড়েছে তামিলনাড়ু ও কেরল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊