D.EL.ED কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করলো WEST BENGAL BOARD OF PRIMARY EDUCATION
D.EL.ED কোর্সে ভর্তি হতে চান? তবে অবশ্যই আপনাকে আগে পশ্চিমবঙ্গ প্রাইমারি রিক্রুইট্মেন্ট বোর্ডের অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। সম্প্রতি WEST BENGAL BOARD OF PRIMARY EDUCATION D.EL.ED কোর্সে অনলাইন ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে।
২০২১-২০২৩ শিক্ষাবর্ষে D.EL.ED কোর্সে ভর্তি হতে প্রার্থীকে অবশ্যই NCTE -র নিয়ম অনুসারে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলেও আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তি অনুসারে ৩০শে জুলাই ২০২১ থেকে ১৪ই অগাস্ট পর্যন্ত চলবে অনলাইন ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। বিস্তারিত জানতে এবং মাধ্যম ও জেলা ভিত্তিক কোর্সে ভর্তি হতে অফিশিয়াল ওয়েবসাইট www.wbbpe.org ও http://wbbprimaryeducation.org -তে নজর দিতে বলা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊