পদ থেকে সরলেন পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র

পদ থেকে সরলেন পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র





পদ থেকে সরলেন পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। জানা গেছে নিজের পদত‍্যাগ পত্র সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরিকে পাঠিয়েছেন তিনি।




পদত‍্যাগ পত্রে তিনি অধীর চৌধুরিকে তোপ দেগে লেখেন, 'আপনাকে ঘিরে থাকা চামচারা আপনার অধঃপতন ডেকে এনেছে। এর জেরে দলের অধপতনও ডেকে এনেছে তারা।' রোহনের কথায়, রাজ্যে দল এতটাই নিচে নেমে গিয়েছে, আর উঠে আসা সম্ভব নয়।




চিঠিতে রোহন মিত্রের আরো অভিযোগ, অধীরের সভাপতিত্বকালে মিত্র পরিবার উপেক্ষিত ও অপমানিত হয়েছে বারবার। এতকিছুর পরেও রাজ্যে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে অধীর চৌধুরী যোগ্যতম ব্যক্তি, তাও চিঠিতে উল্লেখ করেন রোহন মিত্র।




চিঠিতে অধীরের সংগঠন চালানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দলের সংগঠনে সংশোধন আনার প্রস্তাবও রাখেন তিনি। তবে অধীরের ডাকা কোনো মিটিং-এ উপস্থিত থাকবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ