তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন
ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল Union Public Service Commission। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। মোট শূন্যপদ ৩৪।
ভাষার ওপর ভিত্তি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে নিয়োগ করা হবে-
হিন্দি- ৯ জন
ইংরেজি- ৩ জন
পঞ্জাবি- ৩ জন
তেলেগু- ৫ জন
বাংলা- ১ জন
মারাঠি- ৫ জন
গুজরাতি- ১ জন
অহমিয়া- ২ জন
মণিপুরি- ২ জন
ওড়িয়া- ৩ জন
বয়সসীমা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হলে চলবে না।
শিক্ষাগত যোগ্যতা- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। এ ছাড়াও ডিগ্রি, ডিপ্লোমা অথবা পিজি ডিপ্লোমা থাকতে হবে জার্নালিজম বা মাস কমিউনিকেশনে। সর্বোপরি যে ভাষার জন্য চাকরিপ্রার্থী আবেদন করছেন, দশম শ্রেণি পর্যন্ত সেই ভাষা তার পাঠ্যক্রমে থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির জন্য কিছু নিয়ম শিথিল করা হবে।
কীভাবে ইউপিএসসি সিনিয়র গ্রেড ইনফরমেশন সার্ভিসের জন্য আবেদন করবেন ?
ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ যান।
এবার রিক্রুটমেন্টের অধীনে 'Online Recruitment Application (ORA)'ক্লিক করুন।
এই কাজের পর 'অ্যাপ্লাই নাও'-তে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ নির্দেশ ও নিয়ম পড়ুন।
নতুন রেজিস্ট্রেশনে ক্লিক করুন।
বিষয়ে লিখে রেজিস্টার করুন।
রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
এবার নিয়ম মেনে আবেদনপত্র পূরণ করতে হবে আপনাকে।
সব হয়ে গেলে আবেদনপত্র জমা দিন।
আবেদনের শেষ তারিখ- ১২ই অগাস্ট, ২০২১
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊