টোটো উল্টে বিপত্তি,আহত ৪ যাত্রী ,আটক চালক সহ টোটো





জিটিরোডে টোটো চালানো নিষিদ্ধ।বহু পূর্বেই এই নিষেধাজ্ঞা জারি করেছেন বর্ধমান জেলা প্রশাসন।জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা কে উপেক্ষা করেই বর্ধমানের জিটিরোডে বহাল তবিয়তে ঘুড়ে বেড়াচ্ছে টোটো। 


অবৈধ ভাবে জিটিরোডে টোটো চালানোর অভিযানে বহুবার পথে দেখা গিয়েছিল বর্ধমান জেলা প্রশাসনের কর্তা ব্যাক্তিদের।তবুও দমানো গেলো না জিটিরোডে টোটোর দৌরাত্ব। 


শুক্রবার ফের যানজট নিয়ন্ত্রণে আনতে বর্ধমান কার্জন গেটের কাছে পথ নিয়ন্ত্রণ করছিলেন বর্ধমান ট্রাফিক পুলিশ। কার্জন গেটের সামনে পথ নিয়ন্ত্রণে আনা ট্রাফীক পুলিশ কর্মীদের দেখে দ্রুত গতিতে আসা টোটো মোর ঘোড়াতেই জিটিরোডের উপর উল্টে যায় যাত্রী বোঝাই টোটো। 



উল্টে যাওয়া টোটোর চাপায় সামান্য আঘাত পান যাত্রীরা।রাস্তার মাঝে উল্টে যাওয়া টোটোটিকে তড়িঘড়ি তুলে দেন ট্রাফিক পুলিশ কর্মী, সিভিক ভলেনটিয়ার সহ পথ চলতি সাধারন মানুষ।

টোটো উলটে বিপত্তি

Posted by Sangbad Ekalavya on Saturday, July 3, 2021