Tokyo Olympics 2020 কখন, কোথায়, কীভাবে দেখবেন? জানুন বিস্তারিত
দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পর করোনার দাপটের মাঝেই শুক্রবার থেকে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক ২০২০ (Tokyo Olympic 2020)।
Olympic 2020 সমস্ত গেমস হবে জাপানের রাজধানী টোকিওতে।
২৩ জুলাই থেকে শুরু হয়ে অলিম্পিক চলবে ৮ই অগাস্ট পর্যন্ত।
অনলাইনে SonyLiv অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ দেখা যাবে অলিম্পিক।
ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হয়েছে প্রি-অলিম্পিক ইভেন্ট।
Japan National Stadium হবে উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় সময় অনুসারে বিকেল সাড়ে চারটেয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
Sony Sports Network-ই একমাত্র টোকিও অলিম্পিক ২০২০ এর সমস্ত আপডেট ভারতে সম্প্রচার করবে।
Sony TEN 1 ও Sony TEN 2 তে ইংরেজি ধারাভাষ্য ও Sony TEN 3 তে হিন্দি ধারাভাষ্যে এবং Sony Liv অ্যাপেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊