স্বাধীনতার ৭৫- এ সংবাদ একলব্যের বিশেষ উদ্যোগ  নাচ,গান, কবিতা আবৃত্তি ও প্রবন্ধ প্রতিযোগিতা





আগামী ১৫ই অগাস্ট,২০২১ ভারতের স্বাধীনতা দিবস এর পূণ্যলগ্নে সংবাদ একলব্যের পরিচালনায় একলব্য প্রকাশনীর ব্যবস্থাপনায়  একটি  অনলাইন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নাচ,গান, কবিতা আবৃত্তি আর সাথে থাকবে প্রবন্ধ প্রতিযোগিতা। বিস্তারিত জেনে নিন এখুনি- 

বিভাগ - ক 
নৃত্য প্রতিযোগিতা 
নিয়মাবলী- 
  • দেশত্মবোধক গানের নৃত্য রেকর্ড করতে হবে। 
  • নৃত্যের ভিডিও রেকর্ড নিজ বাড়িতেই করতে হবে। ঘরে কিংবা ছাদে হতে পারে। ভিডিও নিজেরা এডিট করেও পাঠাতে পারেন। 
  • নৃত্যে জাতীয় পতাকা ব্যবহার করলে নজর রাখতে হবে যেন জাতীয় পতাকার অবমাননা না হয়। 
  • নৃত্যে যে গান থাকবে তার সাউন্ড যথেষ্ট ভালো রাখতে হবে। 
  • নৃত্য পাঠানোর শেষ তারিখ - ৭ই অগাস্ট, ২০২০ 
  • ৮ই অগাস্ট ২০২১ নৃত্যের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে-এ পোস্ট করা হবে। 
  • ইউটিউবে লাইক-কমেন্ট ও আমাদের বিচারক মণ্ডলীর বিচারে বিজয়ী ঘোষণা করা হবে। 
  • ১৩ অগাস্ট রাত্রি ১২ টা পর্যন্ত লাইক, কমেন্ট হিসাব করা হবে । 
পাঠানোর নিয়ম - আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 7602721810 অথবা আমাদের ই-মেইল editor@sangbadekalavya.in -এ। এছাড়াও গুগুল ড্রাইভে আপলোড করে ডাওনলোড লিঙ্ক পাঠাতে পারেন। সাথে অবশ্যই আপনার সম্পূর্ণ পরিচয় ও একটি রঙিন ছবি পাঠাবেন। 



বিভাগ - খ
সঙ্গীত প্রতিযোগিতা 
নিয়মাবলী- 
  • দেশত্মবোধক গান রেকর্ড করতে হবে। 
  • ভিডিও রেকর্ড নিজ বাড়িতেই করতে হবে। ঘরে কিংবা ছাদে হতে পারে। ভিডিও নিজেরা এডিট করেও পাঠাতে পারেন। 
  • কোনও কারণে জাতীয় পতাকা ব্যবহার করলে নজর রাখতে হবে যেন জাতীয় পতাকার অবমাননা না হয়। 
  • সঙ্গীত পাঠানোর শেষ তারিখ - ৭ই অগাস্ট, ২০২১
  • ৮ অগাস্ট ২০২১ সঙ্গীত পরিবেশনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা হবে। 
  • ইউটিউবে লাইক-কমেন্ট ও আমাদের বিচারক মণ্ডলীর বিচারে বিজয়ী ঘোষণা করা হবে। 
  • ১৩ অগাস্ট রাত্রি ১২ টা পর্যন্ত লাইক, কমেন্ট  হিসাব করা হবে । 
পাঠানোর নিয়ম - আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ৭৬০২৭২১৮১০ অথবা আমাদের ই-মেইল sangbadekalavya@gmail.com -এ। এছাড়াও গুগুল ড্রাইভে আপলোড করে ডাওনলোড লিঙ্ক পাঠাতে পারেন।  সাথে অবশ্যই আপনার সম্পূর্ণ পরিচয় ও একটি রঙিন ছবি পাঠাবেন। 

বিভাগ-গ
কবিতা আবৃত্তি
নিয়মাবলী
  • বিষয়-স্বাধীনতা
  • ভাষা- বাংলা
  • আবৃত্তির ভিডিও ধারণ করে তা এডিট করেও পাঠাতে পারবেন। শব্দ সংযোজনও করতে পারবেন। 
  • ৭ আগস্ট রাত্রি ১২ টার মধ্যে আবৃত্তির ভিডিও পাঠাতে হবে। 
  • মনে রাখবেন অডিও ফাইল নয়, ভিডিও ফাইল পাঠাতে হবে।
  • ৮ অগাস্ট ২০২১ সঙ্গীত পরিবেশনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা হবে। 
  • ইউটিউবে লাইক-কমেন্ট ও আমাদের বিচারক মণ্ডলীর বিচারে বিজয়ী ঘোষণা করা হবে। 
  • ১৩ অগাস্ট রাত্রি ১২ টা পর্যন্ত লাইক, কমেন্ট  হিসাব করা হবে । 


বিভাগ - ঘ
প্রবন্ধ প্রতিযোগিতা 
নিয়মাবলী 
  • বিষয় - ক) স্বাধীনতার ৭৫ 
  • শব্দ সংখ্যা - ৩০০ শব্দের উপরে-১০০০ শব্দের নীচে রাখতে হবে। 
  • ভাষা - বাংলা চলিত ভাষা
  • Word File এ অভ্র বা যে কোন UNICODE ফন্টে টাইপ করে লেখা পাঠাতে হবে
  • প্রবন্ধ পাঠানোর শেষ তারিখ- ১১ ই অগাস্ট, ২০২১
  • ১৪ অগাস্ট একলব্য প্রকাশনীর ওয়েবসাইটে পোস্ট করা হবে।  
  • প্রবন্ধের লিঙ্ক শেয়ার করতে হবে-কারন প্রবন্ধের ভিউ এবং আমাদের বিচারক মণ্ডলীর বিচারে বিজয়ী ঘোষণা করা হবে।
পাঠানোর নিয়ম - আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ৭৬০২৭২১৮১০ অথবা আমাদের ই-মেইল sangbadekalavya@gmail.com -এ। সাথে অবশ্যই আপনার সম্পূর্ণ পরিচয় ও একটি রঙিন ছবি পাঠাবেন। 

বিজয়ী নির্বাচন প্রক্রিয়া 

  • যতটা লাইক+কমেন্ট আসবে সেই হিসেবেই স্কোর পাবেন।  
  • স্টিকার কমেন্ট কাউন্ট করা হবে না। 
  • যদি নেতিবাচক কমেন্ট আসে তবে কোনও পয়েন্ট মিলবে না। 
  • একজনের একটি কমেন্ট,লাইক  কাউন্ট করা হবে। 
পাশাপাশি, আমাদের বিচারক মণ্ডলীর ৫০ পয়েন্ট থেকে প্রাপ্ত স্কোর যোগ করে বিজয়ী ঘোষণা করা হবে। অর্থাৎ লাইক+কমেন্টের জন্য ৫০ এবং বিচারকের ৫০, মোট ১০০ এর মধ্যে প্রতিযোগিতা। 

শেয়ার+কমেন্ট অবশ্যই ইউটিউব লিঙ্কে গিয়ে করতে হবে।   

পুরষ্কার 
  • প্রতিটি বিভাগ থেকে প্রথম তিনজন কে পুরস্কৃত করা হবে। পুরষ্কার, শংসাপত্র ডাকযোগে পাঠানো হবে।
  • প্রত্যেক অংশগ্রহণকারীর জন্যও থাকবে ডিজিটাল সার্টিফিকেট। 
  • ফলাফল প্রকাশের তারিখ- ১৫ই অগাস্ট ২০২১ সন্ধ্যা ৬টা আমাদের ফেসবুক পেজে ।  
  • সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে পুরষ্কার পোস্ট করা হবে। 
  • বিজয়ীরা অবশ্যই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে Whatsapp এ যোগাযোগ করবেন। 


সেরা কিছু ভিডিও আমাদের সংবাদ একলব্যের নিজস্ব ফেসবুক পেজে পোস্ট করা হবে, তাঁর জন্য কোন পূর্ব অনুমতি আর নেওয়া হবে না। অন্য কোথায় পোস্ট করা ভিডিও আমাদের পাঠাবেন না। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হলে তাঁকে অবশ্যই ভারতীয় হতে হবে।