প্রতি ১০ জনের মধ্যে সাত জন যার নাম সার্চ করে Google এ
ইন্টারনেট সেনসেশন অন্বেষী জৈন। অভিনয়ে পা রাখেন একতা কাপুরের ওয়েব সিরিজ ‘গন্দি বাত ২’ দিয়ে। জন্ম মধ্যপ্রদেশের খাজুরাহে। সেখানেই বড় হয়ে ওঠা। নিজের চেষ্টাতেই বলিউডে জায়গা করে নিয়েছেন। উষ্ণ দৃশ্যে মন জয় করেছেন দর্শদকেরও।
২০১৯ সালে মোস্ট গুগলড স্টারের তকমা পেয়েছিলেন তিনি। ওটিটিতে সীমা ভাবি ওরফে অন্বেষী-র সকাকামি চরিত্র বিতর্ক তৈরি করেছিল।
প্রতি ১০ জনের মধ্যে সাত জন তাঁর নাম সার্চ করে থাকেন। এতটাই জনপ্রিয়তা। অভিনয়ের পাশাপাশি নিজস্ব ডেটিং সাইটও রয়েছে অন্বেষীর।
গন্ধিবাত ফেম অন্বেষী জৈন তাঁর বোল্ড অবতারের জন্য অত্যন্ত পরিচিত ৷ বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের ডেটিং এক্সপার্ট হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন অন্বেষী।
অন্বেষী জৈন ২০২০ সালে গুগলে সার্চ করা সব থেকে জনপ্রিয় অভিনেত্রী।
2 মন্তব্যসমূহ
Ok
উত্তরমুছুনlatest news.
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊