কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সভাপতির দায়িত্ব গ্ৰহণ করলেন মেনকা রায়




ময়নাগুড়িঃ




কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সভাপতি ও প্রতিষ্ঠাতা অতুল রায়ের মৃত্যুর পর সেই স্থানে মেনকা রায় কে নবনির্বাচিত সভাপতি করা হলো বৃহস্পতিবার । এদিন ময়নাগুড়ির লাহিড়ী ভবনে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সমস্ত ব্লক ও জেলার কর্মীদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয় । এদিন কেন্দ্রীয় কমিটির গঠন ও আগামী দিনে সংগঠনের কাজ কর্ম কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয়।




স্বর্গীয় অতুল রায়ের ছবিতে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । সংগঠনের নেতৃত্ব এবং কর্মীদের সম্মতিতে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সুপ্রিমো স্বর্গীয় অতুল রায়ের স্ত্রী মেনকা রায়কে ছয় মাসের জন্য সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়াও সংগঠনের বিভিন্ন জেলার কমিটি গঠন করা হয়।




এদিনেরএই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সুপ্রিমো প্রয়াত অতুল রায়ের স্ত্রী মেনকা রায়, তাঁর ছেলে অমিত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বুধারু রায়, অতুল রায়ের দাদা অধীর চন্দ্র রায়,চন্দন সিংহ সহ প্রমুখরা।

কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সভাপতির দায়িত্ব গ্ৰহণ করলেন মেনকা রায়

Posted by Sangbad Ekalavya on Friday, July 9, 2021