প্রায় ১ লক্ষ কোভিড যোদ্ধাকে প্রশিক্ষণ দিতে মহা অভিযানের সূচনা প্রধানমন্ত্রীর
করোনার ভয়াল দাপট দ্বিতীয় ধাপে দেখেছে ভারত। এই পরিস্থিতিতে আগামী চ্যালেঞ্জগুলি জিততে প্রস্তুতি নিচ্ছে দেশ। প্রায় ১ লক্ষ কোভিড যোদ্ধাকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করতে মহা অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের ২৬টি রাজ্যের ১১১টি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে। আর তাতেই তৈরি করা হবে তাঁদের।
ভারচুয়ালে উদ্যোগটির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘কোভিড-১৯ এখনও রয়েছে। এবং আবারও তার রূপ বদল করার সমূহ সম্ভাবনা রয়েছে। সেই কারণে নয়া চ্যালেঞ্জের সঙ্গে লড়তে আমাদের প্রস্তুত থাকা দরকার। আমরা দেশে ১ লক্ষ ফ্রন্টলাইন কর্মীকে তৈরি করার লক্ষ্যে এগচ্ছি।’’
দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই রাজ্যগুলির চাহিদার দিকে তাকিয়ে কোভিড যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার ‘ক্র্যাশ কোর্স’ পরিকল্পনা করেছে কেন্দ্র। ২ থেকে ৩ মাসের মধ্যে কোর্স সম্পূর্ণ করে ‘প্রশিক্ষণপ্রাপ্ত সহায়ক’ হিসেবে দেশের করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য ঝাঁপিয়ে পড়বেন প্রশিক্ষণপ্রাপ্তরা।
এই পদক্ষেপে দেশের যুবসমাজের কাছে নতুন কর্মসংস্থানের সুযোগ হবে বলে আসা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৩.০’-র অধীনে এই কোর্স বাবদ কেন্দ্রের খরচ পড়বে ২৭৬ কোটি টাকা।
টিকাকরণ ও কোভিড বিধি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দেশের সকলকে বিনামূল্যে টিকা দিতে প্রতিজ্ঞাবদ্ধ কেন্দ্র। সমস্ত কোভিড বিধি মেন চলতে হবে আমাদের। মাস্ক পরা কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊