Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ বছরের প্রথম সূর্যগ্রহন, কখন? জানুন বিস্তারিত

আজ বছরের প্রথম সূর্যগ্রহন, কখন? জানুন বিস্তারিত




আজ ১০ই জুন বছরের প্রথম সূর্যগ্রহন। নিজেদের কক্ষপথ ঘুরতে ঘুরতে চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় চলে আসবে আজ। চাঁদ চলে আসবে সূর্য ও পৃথিবীর মাঝখানে একই সরল রেখায়। আর হবে সূর্যগ্রহন। বলয়গ্রাস সূর্যগ্রহন দেখা যাবে। সূর্যের চারিদিকে থাকবে অগ্নিবলয়।সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৪২ মিনিটে। শেষ হবে ভারতীয় সময় ৬টা ৪১ মিনিটে। 







মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে, আজকের সূর্যগ্রহণ কানাডা, গ্রিনল্যান্ড ও রাশিয়া থেকে দেখা যাবে। গ্রহণের কক্ষপথ কানাডার উত্তর অন্টারিও এবং সুপিরিয়র হ্রদের উত্তর দিয়ে পার করবে। কানাডায় এই গ্রহণ তিন মিনিট ধরে স্থায়ী হবে। গ্রহণের মাহেন্দ্রক্ষণে রিং অফ ফায়ার দেখা যাবে গ্রিনল্যান্ড থেকে। সাইবেরিয়া ও উত্তর মেরু অঞ্চল থেকেও দেখা যাবে আগুনের বলয়। 




ভারতের অরুণাচল প্রদেশ ও লাদাখ থেকে দেখা যাবে এই গ্রহণ। তবে খুব সময়ের জন‍্য। অরুণাচলের দিবাং অভয়ারণ্য অঞ্চল এলাকা থেকে এই সূর্য গ্রহণের সামান্য একটা অংশ দেখতে পাওয়া যাবে বিকেল ৫.৫২ টা নাগাদ। লাদাখে সূর্যগ্রহণ দেখা যাবে ৬.১৫ টা নাগাদ। সেখানে সূর্যগ্রহণের শেষ পর্যন্ত দেখা যেতে পারে। তবে ভারতে আর কোথায় এই গ্রহণ দেখা যাবে না। 




নাসা জানিয়েছে, ৪ঠা ডিসেম্বর পূর্ণগ্রাস সূর্যগ্রহন দেখা যাবে। তা ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর/পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, অতলান্তিক মহাসাগর, ভারত মহাসাগর ও উত্তর মেরু অঞ্চলে দেখা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code