গ্রামকে করোনামুক্ত রাখতে পারলেই মিলবে ৫০ লাখ 





করোনায় ছেয়ে গেছে রাজ্য, সংক্রমণে বাদ নেই গ্রামগুলিও। তবে এবার রাজ্য সরকারের নতুন উদ্যোগ। গ্রামকে করোনামুক্ত রাখতে পারলেই পাওয়া যাবে ৫০ লক্ষ টাকা পুরষ্কার।

মহারাষ্ট্রে আজ পর্যন্ত মোট সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ৩৬৭। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৭ জন। মৃত্যু হয়েছে আরও ১৮৪ জনের।

এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার "করোনামুক্ত গ্রাম" প্রতিযোগিতার ঘোষণা করেছে। এই প্রতিযোগিতায় COVID19 পরিচালনায় ভাল কাজ করা তিনটি গ্রাম পঞ্চায়েতকে পুরষ্কার দেওয়া হবে। প্রথম পুরস্কারটি হবে ৫০ লাখ টাকা, দ্বিতীয় ২৫ লাখ এবং তৃতীয় ১৫ লাখ টাকা।