পরপর ৭দিন রাজ্যে দৈনিক করোনায় মৃত শতাধিক
দিনের পর দিন করোনা ডয়াবহ আকার নিচ্ছে রাজ্যে। বাড়ছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরপর সাতদিন করোনায় মৃতের সংখ্যা দিনে একশত। প্রতিদিনের সংক্রমণ চলছে কুড়ি হাজার ছুঁইছুঁই।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৪৫ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৬৭৫ জন।
দৈনিক সংক্রমণ-মৃত্যুতে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে ৪২ জনের মৃত্যু, ৩ হাজার ৯৭১ জন আক্রান্ত।
দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, হাওড়া, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান জেলার করোনা চিত্রও বাড়াচ্ছে উদ্বেগ।
হুগলিতে সংক্রমিত-মৃতের সংখ্যাটা যথাক্রমে ৯৫১ জন ও ৮ জন। হাওড়াতে ১ হাজার ১৪৭ সংক্রমিত, মৃত ৬ জন। নদিয়ায় সংক্রমিত ১ হাজার ১৬ জন, মৃত ৬ জন।
এদিকে কোচবিহার জেলায় একদিনে নতুন করে সংক্রমিত হয়েছে ২৫৩ জন। তবে, কোনো মৃত্যু হয় নি।
এদিকে করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য। রাজ্যে চলছে আংশিক লকডাউন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊