Vivo লঞ্চ করলো Vivo Y12s (2021), জানুন ফিচার্স
জনপ্রিয় চিনা স্মার্টফোন-মেকার Vivo লঞ্চ করলো Vivo Y12s (2021)। Qualcomm Snapdragon 439 প্রসেসর এই সেটটির আকর্ষণীয় ফিচার্স। 2020 সালে MediaTek Helio P35 প্রসেসর দেওয়া এই একই ফোন লঞ্চ করেছিল সংস্থাটি। ভারতে Vivo Y12s (2020) ফোনটি সবথেকে বেশি বিক্রি হওয়া ফোনগুলির একটি।
Vivo Y12s (2021)-র ফিচার্সঃ
6.51 ইঞ্চির LCD ডিসপ্লে
HD+ রেজোলিউশন
Android 11 বেসড FunTouch OS 11 সফ্টওয়্যার
সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার
Qualcomm Snapdragon 439 প্রসেসর
3GB RAM
32GB বিল্ট-ইন স্টোরেজ
5,000mAh ব্যাটারি
ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ
13MP প্রাইমারি সেন্সর
সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 2MP সেন্সর
8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা
আইস ব্লু এবং মিস্টিরিয়াস ব্ল্যাক দুটি কালার ভ্যারিয়্যান্টস
3GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্টসে ফোনটি ভিয়েতনামে লঞ্চ করা হয়েছে 3,290,000 VND বা ভারতীয় মূল্যে প্রায় 10,500 টাকায়। খুব শিগগিরই ভারতে লঞ্চ করা হবে বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊