মে মাসে ১২দিন ছুটি থাকছে ব্যাঙ্ক, দেখুন সেই তালিকা
মে মাসে ১২দিন ছুটি থাকছে ব্যাঙ্ক, দেখুন সেই তালিকা
করোনা সংক্রমণের জের আগেই প্রভাব পড়েছিল ব্যাংকিং পরিষেবা। কমিয়ে আনা হয়েছে প্রিসেবার সময়সীমা। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাংকিং কাজের সময় বেধে দেওয়া হয়েছে। আমানত গ্রহণ, টাকা তোলা ও ট্রান্সফার ছাড়া বন্ধ অন্যান্য কাজ। আবার এদিকে মে মাসে বেশ কয়েকটা ছুটিও পড়েছে। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, চলতি মাসে ছুটির কারণে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। বলে রাখা দরকার রাজ্য হিসেবে ব্যাঙ্কের ছুটি আলদা আলাদা।
দেখে নেওয়া যাক ছুটির তালিকা-
১ মে: মহারাষ্ট্র দিবস, মে দিবস এর কারণে একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ । তাঁর মধ্যে এ রাজ্যও রয়েছে।
২মে: রবিবার থাকায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ।
৭ মে: জমুত-উল-বিদ, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।
৮ মে: দ্বিতীয় শনিবার থাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৯ মে: রবীন্দ্র জয়ন্তী এবং রবিবারের সাপ্তাহিক ছুটি।
১৩ মে: ইদ-উল-ফিতর ৷ এদিন অনেক জায়গাতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ মে: ভগবান শ্রী পরশুরাম জয়ন্তী, ইদ-উল-ফিতর এবং অক্ষয় তৃতীয়া ৷ কাজেই এদিনেও বন্ধ থাকছে ব্যাঙ্ক।
১৬ মে: রবিবার
২২ মে: চতুর্থ শনিবার
২৩ মে: রবিবার
২৬ মে: বুদ্ধ পূর্ণিমা থাকায় ফের বন্ধ ব্যাঙ্ক।
৩০মে : রবিবার
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊