মুক্তি! আনন্দে চুম্বন-আলিঙ্গন রাস্তায় তরুণ-তরুণীরা
মুক্তির আনন্দ। যা সবথেকে বেশি আনন্দ দায়ক। সেই মুক্তির আনন্দেই রাস্তায় নেমে উল্লাস তরুণ তরুণীদের। এমনকি খোলা আকাশে চুম্বন - আলিঙ্গনে একে অপরের আনন্দ উল্লাস ভাগাভাগি করলেন তাঁরা। কিন্তু কিসের মুক্তি? দীর্ঘ ৬ মাস লক ডাউন কাটিয়ে মুক্ত বাতাসে ফেরার মুক্তি।
ছয় মাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার আনন্দ সেলিব্রেটে আত্মহারা স্পেন। দেশজুড়ে উৎসব আমেজ। করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে গত ছয় মাস লক ডাউন ছিল স্পেনে। কঠোর বিধিনিষেধ তুলে দিতেই মাদ্রিদ শহরে হাজার হাজার তরুণ-তরুণনীর বেলাগাম উল্লাসের চিত্র উঠে এল। এই ঘটনায় ফের চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে।বার্সেলোনার বিচে অসংখ্য নাগরিককে দেখা গেল উৎসবের মেজাজে। দল বেঁধে ছবি তুললেন। অনেকে প্রিয়জনকে জড়িয়ে ধরে চুমু খেলেন। কেউবা আলিঙ্গনে ভরিয়ে দিলেন, কেউ আবার নেচে-গেয়ে লকডাউন মুক্ত পরিবেশ সেলিব্রেট করলেন।
তবে, লকডাউনের বিধি নিষেধ উঠে যাওয়ায় খুশি নন স্যান সেবাস্টিয়ান প্রদেশের বাসিন্দারা। পরিস্থিতি ঠিক হয়নি। তাই কার্ফু জারি রাখা উচিত। এমনটাই মনে করছেন তাঁরা। সম্প্রতি স্পেনের প্রতি এক লক্ষ মানুষের মধ্যে প্রতিদিন ৫০০ জন করে করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট আসছিল। এর মাঝেই তরুণ তরুণীদের এই কাণ্ড রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। আবার এদিকে, কার্ফু উঠতেই শপিং মল, রেস্তরাঁ খুলে দেওয়া ভিড় জমছে সেখানেও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊