জেল হেফাজত থেকে মুক্তি, হাউস অ্যারেস্টে থাকতে হবে ৪ হেভিওয়েটকে, বৃহত্তর বেঞ্চে গেল মামলা 






কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে নারদ মামলার শুনানি। রাজ্যের ৪ হেভিওয়েট ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় নারদ কাণ্ডে গ্রেফতার হন তারই শুনানি চলছে কোর্টে। আজকের শুনানিতে ৪ হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর মামলায় জটিলতা সৃষ্টি হয়। জামিন মঞ্জুর সংক্রান্ত নির্দেশে দুই বিচারপতির মতভেদ হয়। জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায়।জামিন মঞ্জুরের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।



জেল হেফাজত থেকে মুক্তি পেলেও ৪ জনকে থাকতে হবে গৃহবন্দি অবস্থায়। নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত থাকতে হবে গৃহবন্দি অবস্থায়। আলোচনায় জন্য সময় চেয়েছেন হেভিওয়েটদের আইনজীবী। ১০ মিনিট সময় চেয়ে নেন আইনজীবীরা। এরপরেই আইনজীবী অভিষেকের প্রশ্ন ‘পুরসভায় না যেতে পারেলে ফিরহাদ হাকিম কী করে কোভিডের বিরুদ্ধে লড়বেন? কোভিডের বিরুদ্ধে কী করে লড়বেন ফিরহাদ হাকিম? ‘পুরসভায় না গেলে কী করে হবে লড়াইসই সাবুদ না হলে কী করে হবে?’ গৃহবন্দি নয়, অন্তর্বর্তী জামিন মঞ্জুরের পক্ষে সওয়াল করেন তিনি।



এরপরেই, মামলার পূর্ণাঙ্গ শুনানি চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে শনি-রবিবার শুনানির আর্জি কল্যাণের। ‘যত দ্রুত, সম্ভব হলে আজকেই নতুন বেঞ্চ গঠন হোক’, আদালতে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির। আগের রায়কেই অপরিবর্তিত রেখে করোনা যুদ্ধে যুক্তরা ভিডিও কনফারেন্সিংয়ে করতে পারবেন কাজ জানালেন হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শারীরিকভাবে কেউ বাইরে যেতে পারবেন না।৪ জনকেই থাকতে হবে গৃহবন্দি অবস্থায়।নির্দেশ কলকাতা হাইকোর্টের।


অন্যদিকে, মামলা গেল বৃহত্তর বেঞ্চে। আজ দুপুর দুটোয় হবে শুনানি এমনটাই জানালেন মদন মিত্রের আইনজীবী।