শপথ নিয়েই নজরে শীতলকুচি কাণ্ড, সাসপেণ্ড কোচবিহার জেলা পুলিশ সুপার, একাধিক রদবদল প্রশাসনিক পদে
বুধবার তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণ করেই করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেন তিনি। পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় হুঁশিয়ারি দিয়ে শান্তি বজায় রাখার আবেদন করেন। তাছাড়াও,দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পুলিশ শ্রেণিবিন্যাসে বড় ধরনের রদবদল শুরু করেছেন, ২৯ শীর্ষ স্তরের পুলিশ আধিকারিককে স্থানান্তর করেছেন, বেশিরভাগই যারা নির্বাচনের আগে নির্বাচন কমিশন দ্বারা বদলি হয়েছিলেন। এবং নজরে কোচবিহার জেলার শীতলকুচি কাণ্ড। কোচবিহার জেলার এসপি দেবাশিস ধরকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ১০ই এপ্রিল চতুর্থ দফার নির্বাচনের দিন কোচবিহার জেলার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রান হারান চার ভোটার। এরপরেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বলেও দাবি করলেও ময়না তদন্তের রিপোর্ট বেরোতেই তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রথম থেকেই ক্ষমতায় ফিরে শীতলকুচি কাণ্ড নিয়ে তদন্ত করবেন বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নিয়েই কোচবিহার জেলা পুলিশ সুপারকে সাসপেন্ড করায় সেই কথাই ভাবছে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই ঘটনার জন্য সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন।
কোচবিহার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আসলেন কে কান্না।নির্বাচনের সময় তাকে OCW (officer-on-compulsory-waiting) পাঠানো হয়েছিল। এবার তাঁকে আগের জায়গাতেই ফেরানো হল। বুধবার সন্ধ্যায় জারি করা এক আদেশে বলা হয়েছে, শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে যাদের প্রাক্তন পদে ফিরিয়ে আনা হয়েছে তাদের মধ্যে ডিজি বীরেন্দ্র, এডিজি (আইন শৃঙ্খলা) জাভেদ শামীম এবং ডিজি সুরক্ষা বিবেক সহায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊