WhatsApp-এ FIngerprint ব্যবহার করবেন কীভাবে? জানুন বিস্তারিত থাকুন সুরক্ষিত







আধুনিক দুনিয়ায় একটি জনপ্রিয় সোশ্যাল নেট ওয়ারিকং অ্যাপ হয়ে উঠেছে WhatsApp। ব্যবসা থেকে ব্যক্তিগত সর্ব ক্ষেত্রেই এখন গ্রহণযোগ্যতা অতুলনীয়। সম্প্রতি এই ম্যাসেজিং অ্যাপেও হ্যাকারদের উৎপাতের কথা শোনা যাচ্ছে এমন দুর্ঘটনা এড়াতে আগেই ফিঙ্গারপ্রিন্ট অপশন এনেছে ম্যাসেজিং সংস্থা টি। ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলে প্রত্যেকবার WhatsApp ওপেন করার সময়, আপনার ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে। ফলে আরও সুরক্ষিত থাকবে আপনার WhatsApp চ্যাট এবং সেই সঙ্গে অ্যাকাউন্টও।




কীভাবে WhatsApp-এ FIngerprint ব্যবহার করবেন-

  • WhatsApp ওপেন করুন।

  • ডান দিকে উপরে 'থ্রি ডট মেনু' অপশনে ক্লিক করুন

  • Settings সিলেক্ট করুন

  • Account সিলেক্ট করুন

  • সিলেক্ট করুন Privacy।

  • স্ক্রোল ডাউন করে 'Fingerprint Lock' সিলেক্ট করুন

  • এবার 'Unlock With Fingerprint Sensor' অপশন এনাবল করে দিন

  • আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট কনফার্ম করতে বলবে WhatsApp

  • কখন আপনার WhatsApp লক হবে, সেটা জানতে চাইবে তা দিয়ে দিন

  • এরপরেই আপনার WhatsApp ফিঙ্গারপ্রিন্ট লক হয়ে যাবে।




অ্যান্ড্রয়েড ফোনে ফিঙ্গারপ্রিন্ট লকের সঙ্গেই iPhone-এও Touch ID ও Face ID ব্যবহার করে WhatsApp লক করার সুবিধা রয়েছে। Fingerprint Lock Feature-এর মাধ্যমে WhatsApp-এ যুক্ত হবে অতিরিক্ত সুরক্ষার স্তর। আর আপনার প্রয়োজনীয় ব্যবসার কাজের নথি, প্রিয়জনের সাথে একান্ত আলাপ সব কিছুই রাখুন সুরক্ষিত।