পিছোতে পারে উচ্চ মাধ‍্যমিক,সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়, ইঙ্গিত সংসদের



মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছোনোর ইঙ্গিত সংসদের। পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমনটাই ইঙ্গিত দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গতকাল পর্ষদের তরফে মাধ্যমিকের পরীক্ষা পিছোতে পারে বলেই নিয়ে জানা গিয়েছে। আর আজ সংসদের তরফে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার ইঙ্গিত মিলছে।



উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস জানান, মাধ্যমিক পিছোলে উচ্চ মাধ্যমিকও পিছোবে। তাঁর কথায়, পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান কিছু নয়। অপেক্ষা করছি সরকারি সিদ্ধান্তের জন্য। তবে যখনই পরীক্ষা হোক, হবে নিজের স্কুলেই। জানিয়ে দিলেন সংসদ সভাপতি মহুয়া দাস।


এর আগে সংসদের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি ও অন্যান্য কারণে বাতিল করা হলো। একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার জন্য প্রত্যেক স্কুলের প্রধানকে আবেদন করা হচ্ছে। পাশাপাশি  উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলে পরীক্ষা দিতে পারবে।


এদিকে গতকাল পর্ষদের তরফে জানা গেছে,  ‘১ জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব’, করোনা পরিস্থিতিতে এমনটাই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। কবে মাধ্যমিক, কীভাবে মার্কশিট, পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারের। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ। ১ জুন থেকে পরীক্ষার আয়োজন সম্ভব নয় বলেই মনে করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।