আগমীকাল দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর
![]() |
File Pic |
"রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ...."। রমজান মাসের ৩০দিন রোজা রেখে শাওয়াল মাসের ১ তারিখ ইসলামের ধর্মের পবিত্র উৎসব ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হয়। এদিন রোজা রাখার আনন্দে সকালে মিষ্টিমুখ করে ঈদ গাহ মাঠে সকল মুসলিম সমবেত হয় ঈদের নামাজ আদায় করার জন্য।
আজ দিনের শেষে আকাশে চাঁদের উদয় হতেই ঈদের খুশিতে মেতে ওঠে ইসলাম ধর্মের মানুষজন। শাওয়াল মাসের চাঁদ প্রথম দেখা যায় সৌদি আরবে। তার একদিন পরে ভারতের পালিত হয় পবিত্র ঈদ উৎসব। দিল্লির নাখোদা মসজিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ঈদ-উল-ফিতর পালিত হবে শুক্রবার অর্থাৎ ১৪ মে।
প্রতি বছরের তুলনায় গত বছর থেকে ঈদের আনন্দে পড়েছে ভাটা। যার একমাত্র কারণ, করোনা। করোনা সংক্রমণের জেরে গত বছর ঈদের নামাজ ও আনন্দ উৎসব বাড়িতেই পালন করে ইসলাম ধর্মের মানুষ। আর এবারেও ঠিক তাই। বিধি নিষেধ মেনে ঘরে বসেই বা ছোটো ছোটো আকারে জমায়েত করে পালিত হবে ঈদ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊