করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী





করোনা জাঁকিয়ে বসেছে দেশের সাথে সাথে রাজ্যেও। একে একে একাধিক হেভিওয়েটের করোনা আক্রান্তের খবর সামনে আসছে। এবার করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পাশাপাশি এই মারণ ভাইরাস থাবা বসিয়েছে বুদ্ধদেব বাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের শরীরেও।



জানা যাচ্ছে সম্প্রতি বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রীর করোনা উপসর্গ দেখা দেয়। এরপরেই চিকিৎসকের পরামর্শ মতো করোনা পরীক্ষা করান তাঁরা। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। মীরাদেবীকে হাসপাতালে ভরতি করা হলেও বাড়িতেই আইসোলেশনে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।জানা গিয়েছে, প্রথমে করোনা সংক্রমিত হন মীরা ভট্টাচার্য। এরপরই করোনার রিপোর্ট পজেটিভ আসে বুদ্ধবাবুর। শেষ পাওয়া খবর পর্যন্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বুদ্ধদেব। শারীরিক পরীক্ষা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। কাজেই তাঁর সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।



প্রসঙ্গত, বহুদিন ধরেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। চলছে চিকিৎসা। অসুস্থতার জেরে বিধানসভা নির্বাচনে দেখা যায়নি তাঁকে। যেতে পারেননি ব্রিগেড সমাবেশে। শারীরিক কারনেই এবছর ভোট দিতেও পারেননি তিনি। অনেকদিন ধরেই তিনি প্রায় ঘরবন্দি। এর আগে অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেই সময়ও তাঁর কোভিড পরীক্ষা করানো হয়। কিন্তু সেই সময়ে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই সময় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল বেশ কয়েকদিন। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। কার্যত সংক্রমণ এড়াতেই এবছর ভোট দানে বাইরে বেরোনো থেকে বিরত থাকতে বলেন চিকিৎসকরা। কিন্তু শেষমেশ রক্ষে হল না বুদ্ধদেব ভট্টাচার্য আক্রান্ত হলেন করোনার থাবায়।