বড়জোড়ার বিডি গোয়েল কারখানায় অগ্নিকান্ড




রঞ্জিত ঘোষ, বাঁকুড়া, 20মে:


এক দিকে যখন করোনার করাল গ্রাসে বেশামাল অবস্থা দেশ জুড়ে । আর এই পরিস্থিতিতেই রাজ্যের দুই জায়গায় ঘটল অগ্নিকান্ডের ঘটনা। এক দিকে কলকাতার পার্কস্ট্রিটে একটি গোডাউনে অগ্নিকান্ড, অপরদিকে বাঁকুড়ার শিল্পতালুক তথা বড়জোড়ার ঘুটগড়িয়ায় বিডি গোয়েল মাল্টি মেটাল ও পাওয়ার প্রাইভেট লিমিটেড নামে একটি কারখানায় আগুন লাগে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর নাগাদ । 


ট্রান্সফারমার থেকে আগুন লাগায় দ্রুত দাও দাও করে জ্বলতে থাকে কারখানার একাধিক জায়গা। কারখানা জুড়ে ধোয়ার কুন্ডলি উঠতে দেখে ছুটে আসেন স্থানীয়রা।খবর দেওয়া হয় দমকল বিভাগে এবং বড়জোড়া থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বড়জোড়া থানার পুলিশ এবং দমকল বাহিনী। এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তারা। শর্টসার্কিটের কারণেই এই অগ্নিকান্ডের ঘটনা বলে অনুমান কারখানা কতৃপক্ষের । 


এছাড়াও প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও তারা আশঙ্কা করলেও তবে হতাহতের কোনো খবর মেলেনি । ঘটনা স্থলে ঘটনা পরিদর্শনে আসেন বড়জোড়া বিধান সভার বিধায়ক আলোক মুখার্জী ।