এবারে বাড়িতেই মিলবে রেশন- যেমন কথা তেমন কাজ, শুরু হচ্ছে আগামী সপ্তাহেই 




বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত ইস্তাহারে তৃনমূল কংগ্রেস জানিয়েছিলো- দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। দেড় কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে রেশন।যেমন কথা তেমন কাজ। আগামী সপ্তাহ থেকেই চালু হতে যাচ্ছে দুয়ারে রেশন প্রকল্প।


সূত্রের খবর- "মঙ্গলবার খাদ্যভবনে এক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুক্রবার পাইলট প্রজেক্ট (Pilot Project) হিসেবে শুরু হচ্ছে দুয়ারে রেশনের কাজ। রাজ্যের মোট ২৮ টি রেশন দোকান থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী। কতটা সাফল্য মিলল, তা নিয়ে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। তারপর আলোচনা সাপেক্ষে নিয়মিত কাজ শুরু করা নিয়ে নির্দেশিকা তৈরি হতে পারে।"


জানাগিয়েছে এদিন বৈঠকে নতুন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ না থাকলেও ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, খাদ্যসচিব পারভেজ সিদ্দিকি। সিদ্ধান্ত হয়েছে, পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্যের মোট ২২ জেলার ২২টি দোকানকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া শহরাঞ্চলে আরও ৬ টি দোকান থেকে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে। সবমিলিয়ে মোট ২৮টি রেশন দোকান থেকে দুয়ারে রেশনের কাজ শুরু হবে।